পাঁচ বিভাগে ৬৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড- ২০২০ পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পেশাজীবী, ব্যবসায়ী, রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও প্রবাসী।
গত সাত বছর ধরে বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার দিলেও করোনা মহামারির কারণে সপ্তম রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন বিলম্বিত হয়।
আরও পড়ুন: বিদেশি মুদ্রা পাঠানো ও অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুহু সালেহীন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।