ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবর প্রকাশ হওয়ার পর মাগুরায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
বুধবার সকালে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। দুই দিন আগে এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা।
পেঁয়াজের এমন লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করা হলেও দামে তার কোনো প্রভাব পড়েনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় সূত্র জানায়, এক শ্রেণির ফটকাবাজ ব্যবসায়ী পেঁয়াজের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিসিবি প্রতিদিন নির্ধারিত মূল্যে জেলায় পেঁয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে কার্যালয় থেকে জানানো হয়।