ক্ষুদ্র ও মাঝারি বিশেষ করে নগদ লেনদেন নির্ভর ব্যবসায়ীদের প্রণোদনার টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
করোনাভাইরাস পরিস্থিতিতে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও ডিসিসিআইয়ের মধ্যকার অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনাকালে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
পাশাপাশি, কীভাবে কিছু কিছু ব্যবসা-বাণিজ্য ক্রমান্বয়ে পুণরায় চালু করা যায় তার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ডিসিসিআই।
আলোচনায় প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর প্রশংসা করেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ।