শনিবার সিলেট নগরের শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাণিজ্য মেলায় উপস্থিত হতে পেরে খুব খুশি হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিলেট মেলাকে ১৫৫ স্টল ও ৩৫ প্যাভেলিয়ন এসেছে। এ কারণে খুব খুশি হয়েছি।’ তিনি বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রথম সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সাবেক পিপি অ্যাডভোকেট মোশাহিদ আলী, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
উদ্বোধনীর দিনেই মেলা প্রাঙ্গনে ভীড় করেন অনেক দর্শনার্থী। ঘুরে দেখেন এক স্টল থেকে অন্য স্টল। শিশুরা মেতেছেন পার্কের বিনোদনে। সবমিলিয়ে প্রথম দিনেই জমে উঠেছে মেলা। মেলায় সবচেয়ে বেশি আকর্ষণ কেড়েছে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত স্টল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বই দিয়ে সাজানো হয়েছে স্টলটি। সেখানেও ভীড় করছেন দর্শনার্থীরা।