সূচকের উত্থান দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের লেনদেন। দিনের শুরুতেই আজ (মঙ্গলবার) সবকটি সূচক বেড়েছে।
দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ ও বাছাইকৃত ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকায় ১৫৭টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত আছে ৯০টি কোম্পানির শেয়ারদর।
সামগ্রিকভাবে ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট শেয়ার ও ইউনিটের লেনদেন ৯০ কোটি টাকা ছাড়িয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজার: সপ্তাহজুড়ে চলল সূচক, লেনদেন ও শেয়ারের মূল্যপতন
ঢাকার মতো চট্টগ্রামেও হয়েছে সূচকের উত্থান। বন্দরনগরীর পুঁজিবাজারে সার্বিক সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।
সেখানে লেনদেনে অংশ নেওয়া ৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত আছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রামের বাজারে ২ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।