ঢাকা-চট্টগ্রাম
ফেনীতে মালবাহী কাভার্ডভ্যানে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল লাতু এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায় এবং কাভার্ডভ্যানে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুনভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ডায়মন্ড কার্গো সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে- আগামী ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।
আরও পড়ুন: পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে সিএনজিচালিত অটোরিকশায় আগুন
নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
১ বছর আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পদচারী সেতুর বিম স্থাপনের কাজের জন্য আগামীকাল শনিবার (২০ মে) দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত মহাসড়ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে চট্টগ্রামের সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, নাকাল ঈদযাত্রীরা
তিনি জানান, নির্মাণাধীন পদচারী সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এজন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
রোকন উদ্দিন খালেদ আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সে সময় বিমটি স্থাপন করা হয়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বিম তোলার জন্য কিছু সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক তারা বন্ধ করে দেবেন। সময় যাতে বেশি না লাগে, সে জন্য তিনি নির্বাহী প্রকৌশলীকে লোকবল বাড়িয়ে কাজটি দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: বিজয়ের মাসে ১০০ মহাসড়ক জাতির জন্য উপহার: প্রধানমন্ত্রী
১ বছর আগে
মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর
বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে মীরসরাইয়ের বড়তাকিয়া বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা জোড়ামতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ওই ব্যক্তি মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার আত্মীয়স্বজন এসে লাশ নিয়ে গেছে।
আরও পড়ুন: দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
পাঁচ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধমুক্ত, যান চলাচল স্বাভাবিক
পাঁচ ঘন্টা পর অবরোধমুক্ত হলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে বসবাসকারী হাজার হাজার ছিন্নমূল নারী-পুরুষ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অবরোধ করে। এর ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।
সলিমপুর থেকে তাদের উচ্ছেদের চেষ্টা এবং বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ছিন্নমূল বসতির বাসিন্দারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাসড়কে অবস্থান করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের শান্তভাবে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছি।
আরও পড়ুন:সলিমপুরে উচ্ছেদ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিন্নমূল বাসিন্দাদের
তিনি আরও বলেন, এর আগে ছিন্নমূল বসতির বাসিন্দারা বায়োজিদ-ফৌজদারহাট সড়ক অবরোধ করলে, পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশ ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে অবশেষে মহাসড়ক ছেড়ে পাহাড়ে ঢুকে গেছে ছিন্নমূলের কয়েক হাজার নারী পুরুষ। এর ফলে সাড়ে পাঁচ ঘন্টা পর অবরোধমুক্ত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিকাল সাড়ে ৫টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে পুলিশ ও গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে সড়ক অবরোধকারী জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের বাসিন্দাদের। এসময় পুলিশ টিয়ার সেল ও মর্টার সেল নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পুলিশ ও গ্রামবাসীর ধাওয়া খেয়ে মহাসড়ক থেকে পালিয়ে গেছে অবরোধকারীরা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন:সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দম্পতিসহ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
২ বছর আগে
সলিমপুরে উচ্ছেদ অভিযান: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিন্নমূল বাসিন্দাদের
চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসবাসকারী ছিন্নমূলের হাজার হাজার নারী পুরুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে মহাসড়কে যানচলাচল বন্ধ এবং উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে উচ্ছেদের চেষ্টা এবং গত ১৭ দিন যাবৎ বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি দীর্ঘ যানজট
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ সীতাকুণ্ডের ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ দিয়েছে তারা।
ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
তিনি বলেন, ছিন্নমূলের বাসিন্দারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাসড়কে অবস্থান করার কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের শান্তভাবে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করছি।
জানা গেছে, এর আগে ছিন্নমূলের বাসিন্দার বায়োজিদ ফৌজদারহাট সড়ক অবরোধ করলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শহর সীতাকুণ্ডের মধ্যবর্তী এলাকা সীতাকুণ্ডের পাহাড় ঘেরা জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় দখল করে যুগ যুগ ধরে বসবাস করে আসছে ছিন্নমূলের হাজার মানুষ। কতিপয় রাজনৈতিক আশ্রয়ে জায়গা ক্রয়বিক্রয় করে আসছে বিশাল সিণ্ডিকেট। এলাকাটি দিনদিন অপরাধ বেড়েই চলছে। সম্প্রতি সরকার উক্ত এলাকায় বসতি স্থাপনকারী ১৫ হাজার পরিবারকে পুনর্বাসন এবং সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা জানায়।
সরকারি এসব পরিকল্পনায় আছে সলিমপুরে থাকা খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হস্তান্তর, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা। এসব করার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ লক্ষ্যে সেখানে গত একমাস যাবত উচ্ছেদ অভিযান চলছে এবং অবৈধ পানি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দম্পতিসহ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
২ বছর আগে
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সাথে স্বাভাবিক হয়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এ সময় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নিহত ১
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
৩ বছর আগে
বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কয়েক শতাধিক কর্মী সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কে গিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চালককে মারধর: মহাসড়ক অবরোধ
শ্রমিকরা জানায়, গত ৪-৫ মাস ধরে তারা বেতন পায়নি এবং কর্তৃপক্ষ কোনও পূর্বনির্ধারিত নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দিয়েছে।
এ ছাড়া ঈদুল ফিতরের সময় কোনো বোনাস দেয়া হয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ
বৃহস্পতিবার দুপুর ২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘সমস্যা সমাধান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
৩ বছর আগে