জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারতীয় কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেনি।
ভোমরা স্থল কাস্টমস ও সিঅ্যান্ডএফ নেতারা জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ব্যাপারে ভারতীয় ঘোজাডাঙ্গা কাস্টমস ও সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ লিখিতভাবে কিছু জানায়নি। তবে পেঁয়াজ রপ্তানি বন্ধ হলেও অন্যান্য পণ্যবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতীয় ঘোজাডাঙ্গা কাস্টমস ও সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ব্যাপারে ভোমরা কাস্টমস ও সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দকে এখনও পর্যন্ত কোনো কিছু লিখিতভাবে জানায়নি।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় রপ্তানিকারকরা ২৫০-৩০০ ডলারে পেঁয়াজ রপ্তানি করছেন সেটিতে তাদের লোকসান হওয়ায় তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।
তবে পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করে তারা খুব দ্রুতই আবারও পেঁয়াজ রপ্তানি করবে বলে তিনি জানান।
ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ৫৩৩টি ট্রাক যোগে মোট পেঁয়াজ আমদানি হয়েছে ১২ হাজার ৪৩৭ মেট্রিক টন। সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এখনও কোনো ভারতীয় পেঁয়াজের ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করেনি এবং পেঁয়াজ রপ্তানি বন্ধের ব্যাপরে তারা লিখিতভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি।