রবিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এই দেশের স্বাধীনতা যিনি ঘোষণা দিলেন এবং যুদ্ধ করলেন, একইসঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে জাতিকে জাগিয়ে তুললেন তার বিরুদ্ধে মিথ্যা সব কথা বলে তাকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে।’
বিএনপির সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী লীগ আজকে গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে এবং নিরপেক্ষতা বা দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দেয়া তাদের মধ্যে নেই।’
ফখরুল বলেন, ‘আদর্শগত, নীতিগতভাবে তারা গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে। কারণ, ১৯৭৫ সালে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আমরা তো সেগুলো ভুলে যাইনি। আজকে যদিও সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এত সহজে সত্যকে তো ঢেকে দেওয়া যায় না।’
বাংলাদেশে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘জাতি খুব খারাপ সময় পার করছে। সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করাকে নষ্ট করে ফেলেছে। এই সময়ে খেলাধুলা, গান-বাজনা আর রাজনীতি যাই বলুন না কেন কোনোটাই দলীয়করণের বাইরে নয়। আমরা যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার চেতনা, গণতান্ত্রিক সমাজ নির্মাণের চেতনায়। সেই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি।’