রাজধানী ঢাকাকে বিশ্বমানের মহানগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইশতেহার প্রকাশকালে ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলনে মাদক, যানজট, দূষণ, মশা ও জলাবদ্ধতামুক্ত এবং ভারসাম্যমূলক ও পরিবেশসম্মত এক অত্যাধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ইশরাক তার ইশতেহারে ১৩ ধাপে ১৪৪টি প্রস্তাব তুলে ধরেন। এতে তিনি বিশেষ গুরুত্ব দেন নাগরিক সেবা, সামাজিক কাজ ও জননিরাপত্তার ওপর।
তিনি আরও বলেন যে মেয়র নির্বাচিত হলে তিনি সিটি করপোরেশনে কোনো দুর্নীতি সহ্য করবেন না।
ইশতেহার প্রকাশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ইশরাক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া মাত্রই আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।’