ভোলা, ০৯ এপ্রিল (ইউএনবি)- ইয়াবা বিক্রির অভিযোগে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীনকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে ৮ নং পৌর এলাকার ওসমানিয়া জামে মসজিদের পূর্ব পাশ থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ সাংবাদিকদের জানান, অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোস্তাক শাহীনকে ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।