বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রয়োজনীয় মাত্রায় পরীক্ষার সুযোগ না থাকায় করোনা টেস্ট করাতে গিয়ে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সংক্রমণের নানা উপসর্গ নিয়েই হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং সামাজিক সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে চলেছে।’
মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, পরীক্ষার জন্য উপযুক্ত ল্যাব ও দক্ষ জনবল না থাকায় স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা পরীক্ষা বাড়াতে পারছে না। স্বাস্থ্য বিভাগে সক্ষমতার অভাবে তা প্রকট হয়ে উঠেছে।
রিজভী বলেন, করোনা নমুনা সংগ্রহের সরঞ্জাম এবং পরীক্ষার কিটের স্বল্পতা জটিল আকার ধারণ করেছে। পরীক্ষার রিপোর্ট পেতে মানুষকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
তিনি বলেন, মফস্বল থেকে জেলা সদরের ল্যাবে নমুনা পৌঁছে স্তুপ হয়ে পড়ে থাকছে। ফলে এর রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
‘নমুনা পরীক্ষার সক্ষমতার অভাবে এবং রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠায় দেশে আক্রান্তের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না,’ যোগ করেন তিনি।
রিজভী বলেন, করোনা সংক্রমণ শনাক্তের পরে সাড়ে তিন মাস অতিক্রান্ত হলেও সরকারের চূড়ান্ত ব্যর্থতায় এখন সর্বত্রই নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে।
তিনি আরও বলেন, ক‘রোনা মহামারি মোকাবিলায় সুনির্দিষ্ট কোনো পলিসি নেই। সরকারের একের পর এক ভুল, আত্মঘাতি ও সমন্বয়হীন সিদ্ধান্ত ও পদক্ষেপে আজ হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে দিনাতিপাত করছে।’