তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অসহায় পরিস্থিতিতে পড়েছে। আমরা দেখেছি মহামারির সময় হাসপাতালে কী ঘটেছিল। সাহেদ ও ডা. সাবরিনার মতো ছাত্রলীগ ও যুবলীগের ব্যবসায়ীরা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে (স্বাস্থ্য খাত থেকে) এবং বাংলাদেশকে লুটপাটের দেশ হিসেবে চিহ্নিত করেছে।’
ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন করে বিএনপির এ নেতা বলেন, ‘বর্তমান সরকার অবৈধ সরকার, যে সরকার করোনার সময়ে জনগণকে কোনো সাহায্য-সহযোগিতা করে না। বরং বর্তমান অবৈধ সরকার একে বাণিজ্য হিসেবে নিয়ে ব্যবসায়ীদের দুর্নীতির ব্যবস্থা করে দিয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা বলেন, প্রাথমিক পর্যায়ে সরকার কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় করোনাভাইরাস সারা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘করোনাভাইরাস যখন শুরু হয় তখন বর্তমান সরকারের অনেক অবৈধ মন্ত্রী-এমপিরা বলেছিলেন আমরা করোনার চেয়ে শক্তিশালী। অথচ করোনার চেয়েও শক্তিশালী এ সরকার করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য কোনো কাজই করতে পারেনি। তারা করোনা আক্রান্ত ব্যক্তিদের ফেলে দিয়েছিল মৃত্যুর দিকে।’
বিএনপি নেতা বলেন, ‘আক্রান্ত ব্যক্তিরা সঠিক চিকিৎসা পায়নি, চিকিৎসকরা পায়নি তাদের সুরক্ষাসামগ্রী। আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার জন্য ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারপরও তারা সঠিক চিকিৎসা পায়নি।’
বিএনপির এ নীতিনির্ধারক বলেন, ‘সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে জনগণের পকেট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। মানুষ এখন অনাহারে রয়েছে এবং অনেক লোক বেকার হয়ে পড়েছে। দেশ এভাবে চলতে পারে না।’