তিনি বলেন, ‘এই বিজয়ের মাসে আমাদের সাহসের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। আমাদের সংকল্প নিতে হবে যে আমরা হয় গণতন্ত্র পুনরুদ্ধার করব অথবা এই যুদ্ধে মারা যাব।’
বিএনপি নেতা এক দোয়া মাহফিলে বলেন, ‘আমরা কি মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত ঋণ শোধ করার দায়িত্ব নেব না? যদি তা হয় তবে কেন আমরা করোনাভাইরাসকে অজুহাত দেখিয়ে আন্দোলন থেকে সরে আসব? আমাদের অবশ্যই একটি সঠিক কৌশল গ্রহণ করে এগিয়ে যেতে হবে।’
করোনায় আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘বিএনপি আন্দোলনে সফল হচ্ছে না বলে মাঝেমধ্যে ওবায়দুল কাদেরের কথার মধ্যে দরদ দেখা যায়। ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আন্দোলন সফল করার জন্য আপনার মতো লোককে ভারাক্রান্ত হতে হবে না। আন্দোলন সংগ্রামে সফলতা আমাদের আছে। অতীতে সফল হয়েছে। ভবিষ্যতে আবারও সফল হব, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি।’
বিএনপি নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বেঁচে যাওয়ায় গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ আন্দোলনে রাজপথে মারা গেলে গর্বের বিষয় হবে। করোনায় যদি মৃত্যু হয় তাহলে খুব কষ্ট পাব।’