শনিবার বিকাল ৩টা ৪০মিনিটে নীল রঙের একটি পাজেরো গাড়িতে করে তাকে হাসপাতালের কেবিন ব্লকে নেয়া হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমেদ।
তিনি আরো জানান, খালেদা জিয়াকে কেবিন ব্লকের ষষ্ঠতলায় রাখা হবে। তার জন্য আগে থেকেই বিএসএমএমইউর ৬১২ ও ৬১৩ নম্বর কক্ষ দুটি ঠিক করে রাখা হয়।
পুলিশের চারটি গাড়ি দ্বারা বেষ্টিত করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে খালেদা জিয়াকে স্থানান্ততরের সময় রাস্তার উভয় পাশে বিএনপি নেতকর্মীরা দাঁড়িয়ে ছিলেন।
এর আগে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবীর খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।
খালেদা জিয়াকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং তার চিকিৎসায় নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করতে গত বৃহস্পতিবার সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী হিসেবে রয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর কারাবন্দী খালেদার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছিল সরকার। বোর্ড ‘গুরুতর কোনো রোগের লক্ষণ’ না পেলেও খালেদাকে বিএসএমএমইউর মতো হাসপাতালে ভর্তি সুপারিশ করেছিল।
অসুস্থতার কারণে খালেদা জিয়াকে গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে নিয়ে কিছু শারীরিক পরীক্ষা করা হয়।
এদিকে বিএনপি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে।