রাজধানীর কদমতলী এলাকায় ট্রাক ও বাস থেকে চাঁদা তোলার সময় শুক্রবার রাতে হাতেনাতে ফরিদ আলী নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার সকালে তার বিরুদ্ধে পুলিশ ও ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে তিনটি মামলা করা হয়।
এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান, ফরিদ আলী দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ডাকপাড়া ট্রাকস্ট্যান্ড এবং কদমতলী এলাকায় বাস ও ট্রাক থেকে প্রতিদিন চাঁদা তুলে আসছিলেন। শুক্রবার রাতে চাঁদা তোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
কদমতলী ও ডাকপাড়ার চালকদের অভিযোগ, ফরিদ ২০-২৫ জন যুবলীগের সদস্য নিয়ে ভয় দেখিয়ে প্রায় প্রতিদিন ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলে আসছিলেন।
এদিকে, ফরিদ আটক হাওয়ায় শনিবার কদমতলী ও ডাকপাড়া এলাকার গাড়িচালকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করেছেন।