বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শনিবার বলেছেন, ক্ষমতা হয়ে গেছে লুটপাটের উৎস।
তিনি বলেন, ‘রাজনীতি হলো অর্থনীতির ঘনিভূত প্রকাশ।’
দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ‘দুর্নীতি দুঃশাসন হটাও-বাম বিকল্প গড়’ স্লোগানকে সামনে রেখে সিপিবির সুধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সেলিম বলেন, ‘নামমাত্র শুদ্ধি অভিযান করে রুই-কাতলা ধরে প্রচার করা হচ্ছে। দু’একটা রুই কাতলা ধরে প্রচার না করে হাঙ্গর-কুমির ধরেন।’
সিপিবি জেলা শাখার সভাপতি রবিউল আলম সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বামগণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, এস এ রশিদ, খেতমজুর সমিতির সভাপতি নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান, বাসদ নেতা আসাদুল ইসলাম প্রমুখ।