রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রজিভী বলেছেন, ‘আমি গভীর উদ্বেগ-উৎকন্ঠা এবং আতংকের সঙ্গে বলছি, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, বাংলাদেশের মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে নাজিমউদ্দিন রোডে দেশনেত্রীর কারা প্রকোষ্ঠের দূরত্ব মাত্র দেড় থেকে দুইশ’ মিটার।’
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘তাকে এক অশুভ উদ্দেশ্যে ভয়াবহ বিপজ্জনক পরিবেশে বন্দী করে রেখেছে অবৈধ শাসকগোষ্ঠী। আমরা তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।’
রিজভী বলেন, ‘শুধুমাত্র প্রতিহিংসার লেলিহান অনলে দগ্ধ শেখ হাসিনা অবৈধ ক্ষমতার জোরে এমন একটি কেমিক্যাল বিস্ফোরক বেষ্টিত ভয়ংকর বারুদের ডিপোর মাঝখানে আতঙ্কজনক পরিবেশে দেশনেত্রীকে এক বছর বন্দী রেখেছেন।’
খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হতে পারে গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা সরকারের কাছে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি দাবি করেন, চকবাজারে অগ্নিকাণ্ডের দিন সারারাত চারদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের ভয়ঙ্কর ও বিকট শব্দ গ্রাস করেছিল আশপাশের সকল এলাকা। অল্প দূরত্বে নির্ঘুম উৎকণ্ঠায় কেটেছে চরম অসুস্থ বেগম খালেদা জিয়ার।
উল্লেখ্য, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় হাজী ওয়াহেদ ম্যানসনের চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত হন। আহত হন বহুসংখ্যক মানুষ।