তিনি বলেন, ‘আমাদের নেত্রীর (খালেদা) অসুস্থতা নিয়ে মেডিকেল বোর্ড যে প্রতিবেদন দিয়েছে তা সরকারের ইচ্ছার প্রতিফলন। খালেদাকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিয়ে যেতে সরকারের ইচ্ছা অনুযায়ী মেডিকেল বোর্ড প্রতিবেদন দিয়েছে।’
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরো বলেন, ‘আমরা সরকারের এই ধরনের প্রতরণামূলক মনোভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এর আগে রবিবার কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যে ‘গুরুতর কোনো কিছু’ না পেলেও তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার সুপারিশ করে তার জন্য সরকার গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড।
বিএসএমএমইউ-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গত বৃহস্পতিবার এ মেডিকেল বোর্ড গঠন করে সরকার।
পাঁচ সদস্যের ওই বোর্ডে রয়েছেন- -বিএসএমএমইউ -এর ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
রিজভী অভিযোগ করেন, সরকারের অনুগত চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ড কারাগারে খালেদা জিয়াকে ২০ মিনিটে তথাকথিত পরীক্ষা-নিরীক্ষা করে বিএসএমএমইউতে ভর্তির পরামর্শ দিয়েছেন। এ ধরনের পরামর্শ দেয়া হবে বলেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি প্রধানের চিকিৎসা বিএসএমএমইউ-তে করানোর বিরোধীতা করে রিজভী বলেন, এই হাসপাতালে বিশেষায়িত এমআরআই ও সিটি স্ক্যান নেই। ‘এগুলো বিশেষায়িত বেসরকারি হাসপাতালগুলোতে আছে।’
খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাতে তাদের দলের দাবি না মানায় সরকারের সমালোচনা করেন তিনি।
মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নেয়ার আহ্বান জানান রিজভী এবং সরকারকে তার সুচিকিৎসা নিশ্চিত করতে ইউনাইটেড হাসপাতাল অথবা অন্য কোনো বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।