বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৫ জনকে জামিন দিয়ে ৩২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আসামিপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বায়েজিদ থানা ও চাঁন্দগাও থানার দু’টি মামলায় হাইকোর্টে জামিনে থাকার পর আজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত ২৫ জনকে জামিন মঞ্জুর করে ৩২ জনকে কারাগারে পাঠায়। জামিন পাওয়া ২৫ জনের পরবর্তী শুনানি আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
কারাগারে পাঠানো নেতাদের মধ্যে কয়েকজন হলেন-নগরীর বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক মো. আবসার উদ্দিন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, জালালাবাদ ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, সহ সভাপতি নেজাম উদ্দিন, মহানগর যুবদলের ধর্ম সম্পাদক মহিউদ্দীন মুকুল।
এদিকে নেতা-কর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানান নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তাৎক্ষণিক আদালত ভবন চত্বরে নেতা-কর্মী ও আইনজীবীদের এক সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার নিজেদের ব্যার্থতা ঢাকতে এবং দেশব্যাপী হত্যা অপহরণ গুম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চাপা দিতে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে পাঠাচ্ছে।
এসময় বক্তব্য দেন-নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।