ঢাকা, ০৪ মে (ইউএনবি)- গ্রেপ্তার হাওয়ার ১৫ মাস পর শনিবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুলের জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর দুপুর সোয়া ১২টার দিকে তিনি নরসিংদী কারাগার থেকে বেরিয়ে আসেন বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন।
টিপু বলেন, বিএনপি প্রধানের বিশেষ সহকারী তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
শিমুল বিশ্বাস ৪৫০ দিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন অসুখে ভুগছেন বলে উল্লেখ করেন টিপু।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন খালেদা জিয়ার সাথে বকশি বাজারের বিশেষ আদালতে যান শিমুল বিশ্বাস। রায়ে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর আদালত এলাকা থেকে শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।