বগুড়া-১ আসনে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর দলের সিনিয়র নেতাদের নিয়ে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা আব্দুল মান্নানের কফিনে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের কফিনে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
এর আগে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত আব্দুল মান্নানের নামাজের জানাজায় মন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।