মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড বিল-২০২৩ সংসদে পাস হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
খসড়া আইন অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নেতৃত্বে একটি বোর্ড চেয়ারম্যান এবং ১৯ সদস্যের গভর্নিং বডি বোর্ড পরিচালনা করবে।
বোর্ডের প্রধান কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গৃহপালিত পশু পালন, চিকিৎসা সেবা এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণনের বিষয়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া।
বিলের উদ্দেশ্য অনুযায়ী শিশুসহ সব মানুষের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে দুধের বিকল্প নেই।
আরও পড়ুন: বর্তমান সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করতে আ. লীগের প্রতি ফখরুলের আহ্বান
ছোট ও মাঝারি দুগ্ধ খামার ছাড়াও ইতোমধ্যে দেশে বেশ কয়েকটি বড় দুগ্ধ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে।
ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে গবাদি পশু পালনের বৈজ্ঞানিক পদ্ধতি, চিকিৎসা সেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড নামে একটি পৃথক ও বিশেষায়িত কর্তৃপক্ষ সৃষ্টি হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপদ খাদ্য হিসেবে দুগ্ধজাত পণ্যের বহুমুখীকরণর সুযোগ নিশ্চিত হবে।