তিনি বলেন, করোনার চরম ক্রান্তিকালেও সরকার একটি গণমুখী বাজেট প্রণয়ণ করেছে, যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি মানুষের পাশে না থেকে বাজেটের কপি ছিঁড়ে, করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের ভাগ্য নিয়ে অপরাজনীতি শুরু করেছে।
শনিবার শরীয়তপুরে করোনা ও আম্পানে অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্ধকৃত ২০০ বান্ডিল টিন ও নগদ ৬ লাখ টাকা বিতরণ, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরন কালে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘বিএনপি এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবিধানে বিশ্বাস করে না। দলটি কখনোই কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগই দেশের মানুষের দুর্যোগ-দুর্বিপাকে পাশে থাকে।’
এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙন রোধ, অবকাঠামোসহ সব ক্ষেত্রে দেশ সমান তালে এগিয়ে যাচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করছে। আমাদের শরীয়তপুরও আজ সব দিকে এগিয়ে চলছে। শরীয়তপুরের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আপনারা নেত্রীর (শেখ হাসিনা) জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে শুধু শরীয়তপুর নয়, বাংলাদেশ ভালো থাকবে।’
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপমন্ত্রী জাজিরা ও নড়িয়ার ডানতীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।