বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহকারী পুলিশ কমিশনার (রমনা জোন) এসএম শামীম এ তথ্য নিশ্চিত করে জানান, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে বুধবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে ২০-২৫ জনের নাম উল্লেখ এবং ৪৭৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
প্রসঙ্গত, কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে বিএনপির কর্মীরা।