বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলবে, যাতে প্রধানমন্ত্রীও যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারেন বা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হতে না পারেন।
বৃহস্পতিবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণের মৌলিক মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে বিএনপি দেশকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করবে।
বিএনপির এই নেতা বলেন, 'আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।’
তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়-এটি নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তর পর্যন্ত জবাবদিহি ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে।
আরও পড়ুন: তারেকের জন্মদিন পালনের কর্মসূচি নেই বিএনপির
রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এরই মধ্যে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ পুনর্গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ, যাতে স্বৈরাচারী বা ফ্যাসিবাদীরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে।’
কেউ কোনো নাগরিকের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘন করতে পারবে না-এমন বাংলাদেশ গড়াই বিএনপির ভিশন বলে মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, 'আমরা সবাই নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার জনগণের মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করবে।’
বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছে জাতি; যার মূলে ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন।
তিনি বলেন, ‘বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে, তাহলে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি দেখতে পাবেন। আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতাই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি।’
রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে ঢাকায় নিযুক্ত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিক, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন চলাকালে অর্ধশতাধিক দলের সঙ্গে ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছিল বিএনপি।
তিনি বলেন, হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে রাষ্ট্রীয় সংস্কার তদারকির জন্য বিভিন্ন কমিশন গঠন করেছে।
বিএনপি নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এসব কমিশন থেকে যেসব সংস্কার প্রস্তাব উঠে আসবে, তা ৩১ দফার রূপরেখার সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই আমরা ৩১ দফা রূপরেখা আবারও জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি।’
২০২৩ সালের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার 'সংস্কার' এবং জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিতের লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী অন্যান্য দলের সঙ্গে পরামর্শ করে এই প্রস্তাব তৈরি করা হয়।
আরও পড়ুন: গণতন্ত্র ও ভোটাধিকারই জাতীয় সমস্যা সমাধানের চাবিকাঠি: তারেক