বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশা করি বিএনপি করোনা মোকাবিলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিএনপি চেয়ারপার্সনের মুক্তির বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ১০ থেকে ১১ দিন আগে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের প্রেক্ষিতে সরকার তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়।
এত দিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়- এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেয়া হচ্ছে।
কাদের বলেন, খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরপিসি ৪০১ এর ১ ধারা বলে বিএনপি চেয়ারপার্সনের সাজা ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
বিএনপিকে এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সব নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানান মন্ত্রী।
কাদের বলেন, বেগম জিয়ার শাস্তি ৬ মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারনৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মঙ্গলবার সরকার ৭৫ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর দুটি শর্তে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়। শর্ত দুটি হলো- দেশ ত্যাগ করা যাবে না এবং গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
একই বছরে তিনি আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।