বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আরও জানান, কারণ দর্শানোর নোটিশে তিনি ক্ষুব্ধ হলেও নেতা-কর্মীদের অনুরোধে আপাতত দল থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
কারণ দর্শানোর নোটিশের জবাবগুলো দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করারও দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: হঠকারী কোনো সিদ্ধান্ত নয়: কর্মীদের প্রতি বিএনপি মহাসচিব
এর আগে আজ হাফিজ তার পাঁচ পৃষ্ঠার কারণ দর্শানোর নোটিশের জবাব বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন।
তিনি বলেন, ‘আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সংবলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে হতবাক হয়েছি।’
আরও পড়ুন: ওবায়দুল কাদের সত্য বলতে ভুলে গেছেন: বিএনপি
হাফিজ বলেন, ‘আমার বিনীত অনুরোধ স্থায়ী কমিটির সদস্যদের কাছে আমার বক্তব্য উপস্থাপন করা হোক। নোটিশের জবাবে যদি আমি দোষী সাব্যস্ত হই তবে দলীয় নেতৃত্বকে শ্রদ্ধা করে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘আমার নামের বানানসহ অনেক ভুলই রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দৃশ্যমান রয়েছে।’
আরও পড়ুন: ইসিকে যোগ্য রেফারির ভূমিকা পালনের আহ্বান বিএনপির
দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদে ২২ বছর ধরে অধিষ্ঠিত থাকা একজন ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার অধিকার নিয়েও বিএনপি নেতা প্রশ্ন তুলেন।
হাফিজ বলেন, ‘রুহুল কবির রিজভী একজন নম্র, নিবেদিতপ্রাণ ও আন্তরিক নেতা এবং তার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি তার কাছ থেকে এ জাতীয় চিঠি আশা করিনি।’
এর আগে, ১৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি হাফিজের কাছে রিজভী স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
আরও পড়ুন: জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা বিএনপির স্বভাব: কাদের
একই দিন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নেতা-কর্মীদের ‘বিভ্রান্ত’ করে রাজধানীতে হঠাৎ বিক্ষোভ মিছিল করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলটির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
শওকত মাহমুদকে ৭২ ঘণ্টা ও হাফিজ উদ্দিনকে পাঁচ দিনের সময় দেয়া হয় জবাব দেয়ার জন্য।
হাফিজ বলেন, তিনি দল থেকে পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, তবে তার নির্বাচনী এলাকা ভোলা থেকে নেতা-কর্মীরা ঢাকায় এসে রাজনীতি থেকে অবসর গ্রহণ না করার অনুরোধ করেছেন।
আরও পড়ুন:একদলীয় শাসনই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা: ফখরুল
‘আমি তাদের অনুরোধে আজ পদত্যাগ করিনি। আমি দেখতে চাই যে আমার জবাব তাদের (নেতাদের) কাছে সন্তোষজনক কি না এবং তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব।’
কারণ দর্শানোর নোটিশে হাফিজ তার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের জবাব দিয়েছেন।