আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার।
সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।
আরও পড়ুন: বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: কাদের
ছাত্র রাজনীতি নিয়ে মন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য ও গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে।
এ সময় শিক্ষায় গবেষণার উপর জোর দেন তিনি।
কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সজীব ওয়াজেদ জয় নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নিরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।
এ সময় উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা।