বিএনপি নেতাকর্মীদের প্রতি সরকারের ক্ষোভের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধীদের ওপর অত্যাচার করায় অভ্যস্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আক্রমণ তীব্র হয়ে উঠেছে বলে প্রতীয়মান হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি সরকারের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।’
এক বিবৃতিতে ফখরুল আরও বলেন, ‘এটা প্রতীয়মান হয়েছে যে সরকার এখন বিরোধী নেতাকর্মীদের ওপর অত্যাচার না করে শান্তিতে ঘুমাতে পারে না।’
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মনগড়া’ মামলা দায়েরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ওই বিবৃতি জারি করা হয়।
ফখরুল অভিযোগ করেন, মিথ্যা অপপ্রচার ও অপবাদ সরকারের অপরিহার্য সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং অপহরণ, হত্যা, রক্তপাত এখনকার নিয়মিত বিষয় দাঁড়িয়েছে।
এসময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।