সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি ব্যারিস্টার মঈনুল হোসেনের আচরণ অত্যন্ত অশোভন, কুরুচিপূর্ণ এবং নারী সমাজের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (খসড়া) (২০১৮-২০৩০) বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় চুমকি একথা বলেন।
তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে সরাসরি গণমাধ্যমে সকল নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সঞ্চালনায় এসময় প্রায় ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একাত্তর টিভিতে গত ১৬ অক্টোবর মধ্যরাতে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ব্যারিস্টার মঈনুল হোসেন দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সহকারী সম্পাদক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে গালি দেন। এ নিয়ে সর্বস্তরে সমালোচনার ঝড় উঠে।