তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানোর পর এবার ডা.মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: মুরাদের সাম্প্রতিক কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে: তথ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগের জামালপুর শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জামালপুর ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগে গঠনতন্ত্রে ৪৭ (৯) ধারা মোতাবেক অব্যাহতি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডা.মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেয়া হবে।’
আরও পড়ুন: নারীদের কাছে ‘ক্ষমা’ চাইলেন মুরাদ
আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হবে।’
সংসদ পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন,‘সংসদ সদস্য বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নিতে পারে।’