২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস শনিবার।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দিনটিকে ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে।
১/১১-এর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির সুধা সদনের বাসা থেকে আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
দিবসটি উপলক্ষে দলটি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভা পরিচালনা করবেন উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
এছাড়া আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি পালনের জন্য আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে, কারাবন্দী দিবস উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে, যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সকল বাঙালি হৃদয়ে দেশপ্রেমের বহ্নিশিখা প্রজজ্বলিত করে সংকট জয়ের ঐক্যবদ্ধ সুরক্ষা ব্যুহ সৃষ্টি করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।
প্রায় ১১ মাস বন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পড়ুন: দেশের অর্থনীতি নিয়ে জিএম কাদের ও রিজভীর বক্তব্যের তীব্র সমালোচনা তথ্যমন্ত্রীর