সকালে ধানমন্ডি ৩২ নম্বরে দলের এবং এর সভাপতি শেখ হাসিনার পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।
‘সংকটে জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে আওয়ামী লীগ গত সাত দশক ধরে মানুষের আস্থা অর্জন করেছে,’ যোগ করেন তিনি।
করোনাভাইরাস মহামারিজনিত ভিন্ন বাস্তবতার মাঝে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ মঙ্গলবার তাদের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ একটি বিশেষ অনলাইন সেমিনারের আয়োজন করছে।
রাত সাড়ে ৮টায় ‘গণমানুষের দল আওয়ামী লীগ’ শিরোনামের এ অনলাইন সেমিনারটি দলের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/awamileague.1949/ এবং ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/ প্রচারিত হবে।
অনুষ্ঠানটি দৈনিক ইত্তেফাক, বিডিনিউজ টোয়েন্টিফোর, দৈনিক সমকাল, জাগোনিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজ টোয়েন্টিফোর, যুগান্তর, সময় টিভি এবং বিজয় টিভির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রবীণ সাংবাদিক অজয় দাশগুপ্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মুক্তিযুদ্ধে দেশকে নেতৃত্ব দেয়া ছাড়াও সকল গণতান্ত্রিক আন্দোলনে দলটি প্রধান ভূমিকা পালন করে।