বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৃহস্পতিবার বলেছেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না।
তিনি বলেন, ‘জনগণ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনেই দেশের পরবর্তী নেতৃত্ব বেছে নেবে। তাই সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্যভাবে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না।’
আরও পড়ুন: জাতীয় পার্টি আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: রওশন এরশাদ
রাজধানীর গুলশান এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সমর্থকদের সমাবেশে বিরোধীদলীয় নেত্রী এ মন্তব্য করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনুষ্ঠানে কিছু নতুন সমর্থক তার দলে যোগ দেয়।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে কেউ যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।’
রওশন জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
নতুন ও পুরাতন সমর্থকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।
রাহগির আল মাহি এরশাদ এমপি (ওরফে সাদ এরশাদ) ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সংবিধান উপেক্ষা করে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না: রওশন
সুদানে আটকা পড়া বাংলাদেশিদের অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান রওশন এরশাদের