তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনতন্ত্রের কাছে আজকে দেশের গণতন্ত্র হারিয়ে গেছে। শেখ হাসিনা মানে সংবিধান। এখন সব কিছুতেই আমি আর সব কিছু আমার।’
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নেতা বলেন, ‘গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত।’
গয়েশ্বর বলেন, ‘গণতন্ত্রে আমি এবং আমার কখনো গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র মানে আমরা, আমাদের এবং সংখ্যাগরিষ্ঠের। গণতন্ত্র মানে এক জনে মত নয় এবং গণতন্ত্র মানে একজনের কর্তৃত্ব নয়। সুতরাং এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে।’
বিএনপির এ নেতা বলেন, স্বৈরাচারী মানসিকতার এক ব্যক্তির শাসনে দেশটা ধ্বংসসতূপে পরিণত হচ্ছে। দেশকে ধ্বংস করারা আগে এই অবস্থা বদলাতে নেতা-কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।
তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় তারেককে তার জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে লন্ডনে বসে আছেন চিকিৎসার জন্য।’
‘আমাদের এই নেতাকে আগামী দিনে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অবশিষ্ট নেতা বলা যায়। অর্থাৎ এটি আমাদের একটি মাত্র ঠিকানা,’ বলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্ম গ্রহণ করেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং তারপর থেকে সেখানেই পরিবারের সাথে বসবাস করছেন তারেক।