মুক্তিমঞ্চে কিছু রাজনীতিবিদ ও পেশাজীবীর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আমি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে। নিজেদের কর্মকাণ্ডের কারণে এ সরকারের ধস হবে।’
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আরও বলেন, বর্তমান সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হবে এবং তারা নির্বাচন আয়োজন করবে।
তিনি দলের নেতা-কর্মীদের নিজ এলাকায় মানুষের কাছে গিয়ে তাদের নির্বাচনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন। ‘আমি দেশবাসীকেও নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাই। আপনারা হয়তো বেশি সময় পাবেন না।’
এলডিপি প্রধান জানান, আগামী নির্বাচনের জন্য তাদের দল সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা শুরু করেছে। ‘আমাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
তবে, তিনি বলেন যে বর্তমান সরকারকে আন্দোলনের মাধ্যমে ফেলে দেয়ার দরকার নেই। কারণ, গুরুতর অর্থনৈতিক ধসের মুখে এ সরকার পদত্যাগে বাধ্য হবে। ‘এভাবে দেশ চলতে পারে না।’
অলি উল্লেখ করেন, দেশের যুবকরা চাকরি পাচ্ছেন না এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ধসে যাওয়ায় দেশে আইনের শাসন নেই বলে দাবি করেন তিনি।
জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক বলেন, জনগণ অপরিসীম দুর্ভোগের মাঝে থাকলেও প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নিয়মিত বিরতিতে বিদেশ যাচ্ছেন।
সরকারের কোনো জবাবদিহি না থাকায় ব্যাপক দুর্নীতি ও লুটপাট চললে বলে অভিযোগ করেন তিনি।