দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের নীতি হচ্ছে- মানুষ মরে মরুক, জনগণ চুলায় যাক, আমি তো ঠিক আছি। এ নীতির কারণেই সাহেদ ও সাবরিনার উত্থান হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানবপাচার ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে কুয়েত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করেছে। ‘দূরাচার ও দুর্বৃত্তমূলক শাসন ব্যবস্থার কারণে গত ১২ বছরে এমন অনেক পাপুল তৈরি হয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, রাষ্ট্র দুর্বৃত্তদের প্রতিষ্ঠিত করছে বলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা হারিয়ে এক ভয়ংকর বেষ্টনির মধ্যে বন্দী হয়ে আছে।
তিনি বলেন, এখন মানুষ আইসিইউ, ভেন্টিলেটর, মানসম্পন্ন মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জামের অভাবে সরকারি হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছে না।
‘নকল মাস্ক আনা হয়েছে এবং এর সাথে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে জড়িত। ভেন্টিলেটর এখন অন্যতম জীবন বাঁচানোর সরঞ্জাম। ভেন্টিলেটর ক্রয়ে আওয়ামী সিন্ডিকেট ও মন্ত্রীর আত্মীয়রা অনিয়ম করছেন। তাহলে কী করে মানুষ বাঁচবে?’ বলেন রিজভী।
জালিয়াতরা করোনার নমুনা পরীক্ষা ও সার্টিফিকেট দেয়ার অনুমোদন পাওয়ায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে জানান তিনি। ভুয়া করোনা পরীক্ষার কারণে ইতালিসহ বিভিন্ন দেশ বাংলাদেশের ফ্লাইট ঢুকতে দিচ্ছে না বলে তিনি উদ্বেগও প্রকাশ করেন।