বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জোটের এক সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন।
এছাড়া তিনি জানান, বৈঠকে একদশ সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকীতে প্রতিবাদ কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর রাজধানীতে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপি নেতা আরও বলেন, ২০ দলের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো এবং এতে জড়িতদের শাস্তি দাবি করা হয়।
সেই সাথে দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলা এবং পত্রিকাটির সম্পাদককে ‘নিপীড়নের’ নিন্দা করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ২০ দল ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। কর্মসূচি প্রণয়নে জোট একটি উপ-কমিটি গঠন করবে।
বিএনপি নেতা জানান, ২০০২ সালে সংখ্যালঘু নির্যাতনে বিএনপিকে জড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবীশ কুমারের যে ‘উস্কানিমূলক’ বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানানো হয়েছে সভায়।