জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বনানী কবরস্থানে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট ষড়যন্ত্র একই সুতোয় গাঁথা। আর তাই জেলহত্যা দিবসের শপথ হোক সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের।’
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, সততার কথা তাদের মুখে শোভা পায় না। কারণ দেশে দুর্নীতির রাজনীতি শুরু করেছে তারাই।
এর আগে, সকালে জেলহত্যা দিবসে শহীদ জাতীয় নেতাদের স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতিকে অভিভাবক ও নেতৃত্বশূন্য করতেই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
‘৭৫ এর জেলহত্যার ঘটনার অনেক কিছুই অজানা। সে সময় একটি দূতাবাসের ভূমিকা ধোঁয়াশাপূর্ণ,’ বলেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনও।