তিনি বলেন, ‘আগামীকালের রায় দেখে আমরা আমাদের মতামত জানাবো। কিন্তু আমরা যাই করি সেটা হবে শান্তিপূর্ণ।’
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনগণের ভোগান্তি হয় এমন কর্মসূচি তারা দেবেন না।
দলের ঘোষিত যেকোনো কর্মসূচি পালনে তিনি বিএনপি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
রিজভী বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘অতীতের মতো সরকার নানাভাবে নিজেরাই নাশকতা সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের ওপর দায় চাপাতে পারে।’
সরকারের নির্দেশিত ‘ফরমায়েশি’ রায় ২১ আগস্ট মামলায় দেয়া হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
নিম্ন আদালতে সরকারের রাজনৈতিক ‘চাপ এবং প্রভাবের’ কারণে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
উল্লেখ্য, ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। গত ১৮ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূরুদ্দিন রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
মামলায় বর্তমানে ৪৯ আসামির বিচার চলছে। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৮ জন পলাতক। লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন আসামি কারাগারে এবং আটজন জামিনে রয়েছেন।