ওস্তাদ শাহাদাতের নাতি মো. পারভেজ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার বিকালে উচ্চাঙ্গ সংগীতের এই কিংবদন্তিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান পারভেজ রুবেল।
তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
প্রখ্যাত এই সংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ।
১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ব্রাহ্মণবাড়ীয়া জেলার এক সমৃদ্ধ সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতারবাদক ওস্তাদ আবেদ হোসেন খানের একমাত্র সন্তান তিনি।
শাহাদাত হোসেন খানের দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ছোট ভাই।
সংগীত ক্ষেত্রে অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক অর্জন করেন শাহাদাত হোসেন খান।