নতুন বছরে কুমিল্লায় ইটাখোলা ও রুপবান মুড়া নামের আরো দুটি নতুন প্রত্নতত্ত্ব স্থানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দর্শনীয় এই দুই স্থানের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান।
উদ্বোধনকালে তিনি বলেন, ইটাখোলা ও রুপবান মুড়ার মতো স্থাপনা ময়নামতি এলাকাকে আরো সমৃদ্ধ করবে। পূর্বে এ স্থানগুলো উন্মুক্ত থাকলেও, এখন থেকে টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ১০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি ৫ টাকা।
এখান থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং পর্যটন শিল্প বিকাশে তা ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আতাউর রহমান।
উল্লেখ্য, ইটাখোলা মুড়া কুমিল্লার ময়নামতি এলাকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।