বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ' বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে ‘উপকূলের অলংকার’ খ্যাত রাখাইন সম্প্রদায় পালন করেছে 'গুরুপূজা '। শুক্রবার (৫ মে) দিনব্যাপী কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ পূজা।
অনুষ্ঠানে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক রাখাইন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া রাখাইনরা জানান, তাদের প্রধান ধর্মীয় উৎসব ' বুদ্ধ পূর্ণিমা' উপলক্ষে ধর্মীয় নিয়ম-নীতি অনুযায়ী নানা অনুষ্ঠান পালন করেছেন তারা।
এছাড়া গুরুপূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা রাখাইনদের মাঝে খাবার ও বিভিন্ন প্রকারের পিঠা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে আজ