বিকালে নড়াইল শেখ রাসেল সেতুর সামনে বাইচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
চিত্রা নদীতে এ প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা, খুলনা ও ফরিদপুর থেকে ২০টি নৌকা অংশগ্রহণ করে। শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচে পুরুষ শাখায় সোহেল রানা প্রথম, অসিম দ্বিতীয় ও আকরাম হোসেনের নৌকা তৃতীয় হয়েছে।
নারী বাইচে গানের পাখি প্রথম, চিত্রাকলি দ্বিতীয় ও সবুজ সাথী দল তৃতীয় হয়।
বুধবার থেকে সুলতান মঞ্চে শুরু হয় চার দিনব্যাপী সুলতান উৎসব। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।