নৌকাবাইচ
আগামী বর্ষায় বুড়িগঙ্গায় নৌকাবাইচ আয়োজন করা হবে: মেয়র তাপস
আগামী বর্ষা মৌসুমে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নৌকাবাইচ আয়োজন করার আশাবাদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তাপস বলেন, আমরা যে জায়গার উপর এখন দাঁড়িয়ে আছি সেটা ভরাট অবস্থায় ছিল। ভরাট অবস্থায় এই জমির উপরে (স্থানীয় সরকার) মন্ত্রীসহ আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তখন মাত্র ৩০ থেকে ৪০ ফুটের সংকীর্ণ একটি খালের মতো অবস্থা ছিল। কিন্তু আজকে আদি বুড়িগঙ্গা তার পূর্বের রূপ ফিরে পেয়েছে।
আরও পড়ুন: যারা উন্নয়ন করেনি, তারাই উন্নয়ন দেখতে পায় না: মেয়র তাপস
বুধবার (২২ নভেম্বর) সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তাপস এই আশাবাদ ব্যক্ত করেন।
তাপস বলেন, বর্তমানে ৬০০ ফিটের (প্রশস্ততা) ঊর্ধ্বে পুনঃখনন করে আমরা আদি বুড়িগঙ্গাকে পুনরুজ্জীবিত করেছি। যেহেতু এখন শুষ্ক মৌসুম সেজন্য পানি কম। ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে এখানে পানি টলমল করবে, ভরা থাকবে।
তিনি আরও বলেন, বাকি যেটুকুও দখল অবস্থায় আছে সেগুলো দখল মুক্ত হয়ে আদি বুড়িগঙ্গা তার পূর্ণ রূপ ফিরে পাবে। আমরা আশা করছি, আগামী বর্ষা মৌসুমী এখানে নৌকা বাইচসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করতে পারব। যেটা ঢাকাবাসী উপভোগ করবে, অংশগ্রহণ করবে।
তাপস বলেন, আমাদের পরামর্শকরা ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা সাত কিলোমিটার করে দুই পাশের ১৪ কিলোমিটারে নান্দনিক পরিবেশ, গণপরিসর, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ সৃষ্টি করব।
তিনি বলেন, এখন পরামর্শকরা নকশা প্রণয়ন করছে। আমরা আশা করছি, আগামী জানুয়ারি মাসের মধ্যে নকশা প্রণয়ন শেষ হবে। তারপর নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা একনেকে এটার প্রকল্প পেশ করতে পারব। সে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আদি বুড়িগঙ্গা একটি নান্দনিক নদীতে রূপান্তরিত হবে।
মেয়র আরও বলেন, ‘এটা অনেকটা দুঃস্বপ্ন ছিল, আদি বুড়িগঙ্গা পুনঃখনন করে আগের রূপে ফিরে আসবে। কিন্তু সেই দুঃস্বপ্নকে স্বপ্নে রূপান্তরিত করে আদি বুড়িগঙ্গাকে পুনরুজ্জীবিত করতে আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। আদি বুড়িগঙ্গার পুনরুজ্জীবন মানে ঢাকা শহরেরও পুনরুজ্জীবিত হওয়া।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এই বেড়িবাঁধের যে ঢাল সেটা আগে দেখা যেত না। পুরোটা দখল অবস্থায় ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। এখানে ছোট্ট একটি দ্বীপের মতো (জায়গা দখল অবস্থায়) রয়েছে। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা কোনো কাগজপত্র দেখাতে পারে কিনা। কিন্তু তারা দেখাতে পারেনি। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেটা পরিষ্কার করে ফেলব। এটি পুরোটাই দখলমুক্ত হবে। নদীর মধ্যে আমরা কোনো কিছুই থাকতে দিবো না।
আরও পড়ুন: ঢাকায় ব্যবসা করতে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স লাগবে: মেয়র তাপস
স্বচ্ছতা-জবাবদিহি বজায় রেখে দোকান বরাদ্দ দিচ্ছে ডিএসসিসি: তাপস
১১ মাস আগে
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
নওগাঁর সাপাহারের জবই বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নৌকাবাইচ দেখতে বিলের দুই পাড়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। থেমে থেমে হর্ষধ্বনিতে মুখরিত নদীপারের চারপাশ।
বইঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি-মাল্লাদের কণ্ঠে কোরাস শোনা যায় ‘হেইও রে, হেইও’।
আর এভাবেই একেকটি নৌকা ছুটে চললে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। এ সময় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
এভাবেই বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
স্থানীয় উপজেলা প্রশাসন এই নৌকা বাইচের আয়োজন করেন। এতে অংশ নেন নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের ছোট-বড় মিলে প্রায় ৮টি নৌকা।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মধুমতির পাড়ে হাজারো মানুষের ঢল
১ বছর আগে
ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মধুমতির পাড়ে হাজারো মানুষের ঢল
মাগুরায় মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে এই নৌকাবাইচ উপভোগ করতে উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে।
সংসদ সদস্য (এমপি) ড. বীরেন শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্ভোধন করেন।
আরও পড়ুন: মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মহম্মদপুর উপজেলা পরিষদ ও বিহারী লাল শিকদার নৌকাবাইচ কমিটি আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার ১৪টি নৌকা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ফরিদপুর জেলার কালু ফকিরের নৌকা প্রথম, মাগুরা জেলার আতর মোল্লার নৌকা ২য়, ফরিদপুর জেলার আমজাদ মোল্লার নৌকা ৩য় স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে সংসদ সদস্য ড. বীরেন শিকদার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান ও স্থানীয় নেতারা।
বিভিন্ন এলাকার হাজারো ক্রীড়ামোদীরা মধুমতি নদীর দু’ধারে দাড়িয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু
২ বছর আগে
নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
নৌকাবাইচ দেখতে গিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবচরে নৌকাডুবিতে চাচা-ভাতিজাসহ নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের সেতুর কাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
নিহতরা হলেন-কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০), ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে নিহত সিফাতের ভাতিজা মো.ইয়াছিন (৭)।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩৪ জেলে নিখোঁজ
হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু জানান, বুধবার সকালে ব্রিজের কাছে দু’জনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ
গত ১৯ সেপ্টেমর বিকালে হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবেরচর পুরাতন ব্রহ্মপুত্র নদে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে নৌকাডুবি ঘটনা ঘটলে তারা নিখোঁজ হন।
২ বছর আগে
কুষ্টিয়ায় ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু
কুষ্টিয়ার গড়াই নদে শুক্রবার থেকে দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার বিকালে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়া ঘাট এলাকায় গড়াই নদে এই নৌকাবাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে তিনটি আলাদা আলাদা ব্রান্ডের মোটরসাইকেল দেয়া হবে।
পড়ুন: কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন
২ বছর আগে
বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
ঢাকার বুড়িগঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় নৌকাবাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে এ নৌকা বাইচের উদ্বোধন করেন।
আরও পড়ুন: চিত্রা নদীতে নারী-পুরুষের নৌকাবাইচ
কামরাঙ্গীরচরের ঢোডা ঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়ে শেখ জামাল স্কুলঘাট পর্যন্ত প্রায় আড়াই হাজার মিটার বাইচে ১১ দল অংশগ্রহণ করে। এতে ৬০ মাল্লার নৌকা ইভেন্টে শেখ বাড়ি শেখ রাসেল ও তার দল প্রথম স্থান অধিকার করে এবং ১২ মাল্লায় বরিশাল রোয়িং ক্লাব বিজয়ী হয়।
এরপর নৌকা বাইচের পুরস্কার বিতরণ উপলক্ষে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
আরও পড়ুন: মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ
তিনি বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের নৌকাবাইচ থাকলে নদী থাকবে। নদী দখল ও দূষণের আমাদের সকলকে সোচ্চার হতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে নৌকা বাইচ কিভাবে প্রসার ঘটানো যায় সেই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা চিন্তাভাবনা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম ও হাজি সেলিম।
সবশেষ অংশে এক মনোজ্ঞ লেজার শো ও আতশবাজির আয়োজন করা হয়।
৩ বছর আগে
চিত্রা নদীতে নারী-পুরুষের নৌকাবাইচ
নড়াইল, ১৪ সেপ্টেম্বর (ইউএনবি)- চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসবের সমাপনী দিন শনিবার নড়াইলের চিত্রা নদীতে নারী ও পুরুষের বিশাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
৫ বছর আগে