সনাতন ধর্মাবলম্বীরা অন্যান্য বছর বৃহৎ ধর্মীয় দুর্গা উৎসব বড় করে পালন করলেও এ বছর করোনার কারণে তা সীমিত আকারে করা হচ্ছে। তাই এ বছর মণ্ডপগুলোতে আলোকসজ্জাসহ অনেক আয়োজন সীমিত আকারে করার জন্য পূজা উদযাপন কমিটিকে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার দুপুরে নেত্রকোণা পৌর সভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপের কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি আব্দুর জানান, জেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, অন্যান্য বছরের তুলনায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার সদস্যও থাকছে না। তবে সনাতন ধর্মের মানুষেরা যাতে নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলার মাধ্যমে পূজা অর্চণা করতে পারে সেজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে।
পৌর মেয়র নজরুল ইসলাম জানান, নেত্রকোণা পৌর এলাকায় ৫৬টি পূজামণ্ডপে পৌর পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং একটি ভ্রাম্যমাণ টিম পৌর সভার পক্ষ থেকে কাজ করবে। এই টিমকে যে কোনো সমস্যার কথা জানালে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান মেয়র।
নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা, উপদেষ্টা নির্মল কুমার দাস, সম্পাদক সমীর ভদ্র রানাসহ অন্যরা বক্তব্য দেন।