নেত্রকোণা
সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে রেবেকা মমিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: আহমেদ ফিরোজ কবিরের মায়ের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটিতে। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
রেবেকা মমিন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী।
ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করেন রেবেকা। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেবেকা।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার ওই আসন থেকে নির্বাচিত হন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন সাবেক এই সংসদ সদস্য।
রেবেকা মমিন দুই বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য মোহনগঞ্জের কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে ১ একর ৬৪ শতক জমি দান করেন।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, তার প্রথম জানাজা সকাল ১০টা ধানমন্ডি ৩ নম্বর রোডে বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দুপুর আড়াইটায় নেত্রকোণার মুক্তাপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় তৃতীয় জানাজার পর মোহনগঞ্জ কাজিয়াটিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আরও পড়ুন: শ্রমিক নেতা নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত
নৌপরিবহন মন্ত্রণালয় আগামী দিনের ‘শোকেস’ মন্ত্রণালয়ে পরিণত হতে যাচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় নেত্রকোণার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে: এফএফডব্লিউসি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এফএফডব্লিউসি এর নিয়মিত বুলেটিনে জানিয়েছে যে ব্রহ্মপুত্র নদ অপরিবর্তিত থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে, যা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এছাড়া খোয়াই, মনু ও ধলাই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: তিস্তার পানি বাড়লে ২৪ ঘণ্টার মধ্যে লালমনিরহাট ও নীলফামারীতে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে: এফএফডব্লিউসি
উন্নত বন্যা ব্যবস্থাপনা: বাংলাদেশের নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব চীনের
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নেত্রকোণা আদালতে আরও ১টি মামলা
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নেত্রকোণায় অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আদালতে আরও একটি মামলা করা হয়েছে। এঘটনায় এ নিয়ে মোট দুটি মামলা করা হলো।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল বাদী হয়ে মামলা করেন। অসিত সরকারের আইনজীবী মো. শহিদুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ
মামলায় বলা হয়, গত ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্যে মানহানিকর, কুরুচিপূর্ণ, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যে হুমকি। এ ধরনের হুমকি দেওয়ায় বাদী সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন।
আইনজীবী মো. শহিদুল্লাহ জানান, মামলায় প্রাণনাশের হুমকি, মানহানি ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
বিচারক মো. কামাল হোসাইন মামলা আকারে গ্রহণের জন্য নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।
এর আগে গতকাল সোমবার (২২ মে) একই আদালতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির’ অভিযোগে মির্জা ফখরুল ও রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতার নামে মামলা
নেত্রকোণায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক
নেত্রকোণার পূর্বধলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাতে উপজেলার পূর্বধলা বাজারে বিএনপি’র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিষাক্ত জুস খেয়ে ছেলের মৃত্যু, মা আটক
আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার (৫২), পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার (৬৬), নেত্রকোণা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম (৭০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ (৬০), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আ. গফুর (৬৫), উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ (৫২), যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত (৫৩), শাকিল হায়াত খান বাদশা (৪৪), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু (২৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলাম (৩৪), মো. রফিকুল ইসলাম (৩৫), সেলিম (২৮) ও এনায়েত হোসেন (২৩)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কেন্দ্রীয় বিএনপির পূর্ব ঘোষিত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচি উপলক্ষ্যে ৭ এপ্রিল পূর্বধলা বাজারস্থ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর ব্যক্তিগত অফিসে ওই নেতাকর্মীরা দেশবিরোধী ষড়ষন্ত্র বিশেষ করে সরকার পতনের উদ্দেশ্যে আত্মঘাতী কাজের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল।
আরও পড়ুন: শার্শায় ৮৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১
তিনি জানান, এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ছয়টি ককটেল, বেশ কিছু লোহার পাইপ ও লাঠি সোটাসহ তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ধারায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার বলেন, পূর্বঘোষিত ১০দফা দাবি বাস্তবায়নে পূর্বধলায় প্রস্তুতির পূর্ব মূহুর্তে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছোট ভাইকে হত্যা করে ড্রামে করে ফেলে দেওয়ার অভিযোগে বড় ভাইসহ আটক ৩
নেত্রকোণায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘পাচারকারী’ নিহত
নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন চোরাকারবারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এসময় এক বিজিবি সদস্যও সামান্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (২৮) দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
আহতরা হচ্ছেন-বিজিবির হাবিলদার মিনহাজ উদ্দিন ও লক্ষ্মীপুর গ্রামের জায়দুল (৪০)।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
তিনি জানান, ‘শুক্রবার রাতে সীমান্তের লক্ষ্মীপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বারমারি বিওপি থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ভারতের অভ্যন্তরে সুপারি পাচারকারীদের দেখতে পেয়ে টহলদলের সদস্যরা চ্যালেঞ্জ করে। তখন পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালালে হাবিলদার মিনহাজ উদ্দিন আহত হন।’
তিনি আরও বলেন, ‘তখন বিজিবি সদস্যরা পাল্টা দুইটি গুলি চালালে পাচারকারি আমিনুল নিহত হন এবং জায়দুল আহত হন।’
দুর্গাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় থানায় চোরাচালান নিয়ে একটি এবং বিজিবি সদস্য আহতসহ হতাহতদের নিয়ে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮
নেত্রকোণায় খুনের ১৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় ১৫ বছর আগে খুনের ঘটনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার চকচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪।
গ্রেপ্তার মো. রতন (৩৮) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সোহাগপুর গ্রামের আব্দুস সাহেদের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে ৪ জেলায় হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
শনিবার দুপরে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২০১৪ সালে যাবজ্জীবন সাজা পাওয়া এই আসামিকে শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় কসবার চকচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, সোহাগপুর গ্রামে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হন তোয়াজ্জেম নামের এক কৃষক। জমি নিয়ে বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে গরু জবাইয়ের ছুরি দিয়ে গলায় কুপিয়ে তাকে হত্যা করা হয়।
আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনায় নিহত তোয়াজ্জেমের ছেলে আরিফ হাসান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭৪ জন গ্রেপ্তার
নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু
নেত্রকোণায় বারহাট্টায় ট্রেনের ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের উপজেলার ইস্পিঞ্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পাপ্পু মজুমদার (৩৫) একই জেলা শহরের অজহর রোডের স্বপন মজুমদারের ছেলে। তিনি ৭১’ বাংলা টিভি অনলাইনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংবাদকর্মী পাপ্পু মজুমদার বুধবার বিকালে মোটরসাইকেলে করে শিশু সন্তানকে নিয়ে নেত্রকোণার মোহনগঞ্জে স্ত্রীর কর্মস্থলে যাচ্ছিলেন।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চূর্ণবিচূর্ণ
তারা আরও বলেন, বিকাল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের ইস্পিঞ্জাপুর নাম স্থানে মোটরসাইকেল থামিয়ে সন্তানকে একটি দোকানে বসিয়ে রেখে রেলাইনের পাশে যান। পরে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে সন্তানের কাছে ফিরছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পাপ্পু মজুমদারের মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষ ও পাপড়ি রহমান
নেত্রকোণায় ২৬তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এবারের পুরস্কার পাচ্ছেন চিত্রশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ এবং কথাসাহিত্যিক পাপড়ি রহমান।
নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান বুধবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।
আরও পড়ুন: সিরাজুল ইসলাম চৌধুরী, আফসান চৌধুরীসহ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক
তিনি জানান, সংগঠনটি ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাল্গুনে বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দিয়ে আসছে।
এছাড়া ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী ছাড়াও কবিতা, শিশুসাহিত্য ও গল্পে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। সুপারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ঠিক দুক্কুরবেলা, ভূতপুর, রাফখাতা তার উল্লেখযোগ্য শিশুসাহিত্য।
আর কথাসাহিত্যিক পাপড়ি রহমানের অষ্টরম্ভা, ধূলিচিত্রিত দৃশ্যাবলি, পোড়া নদীর স্বপ্নপূরণ, বয়ন, পালাটিয়া উল্লেখযোগ্য গ্রন্থ।
নেত্রকোণা সাহিত্য সমাজের পরিচালনা পর্ষদের অন্যতম সংগঠক এবং নেত্রকোণা সরকারি কলেজের বাংলাবিভাগের অধ্যাপক সরোজ মোস্তফা জানান, বসন্তকালীন সাহিত্য উৎসবে এর আগে ২৭ জন কবি-সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-যতীন সরকার, আনিসুজ্জামান, কবীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, রাহাত খান, হেলাল হাফিজ, রফিক আজাদ, বুলবন ওসমান, মহাদেব সাহা, জাফর ইকবাল, নাসরিন জাহান, আবু হাসান শাহরিয়ার, সেলিনা হোসেন, সেলিম আল দীন, আলতাফ হোসাইন, আনিসুল হক, জাকির তালুকদার, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল হক, আসাদ চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, খালেদ মতিন (মরণোত্তর), রফিকউল্লাহ খান, মারুফুল ইসলাম, কামাল চৌধুরী, শামসুজ্জামান খান (মরণোত্তর) ও শামীম রেজা।
আরও পড়ুন: ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৮’ পেলেন রঞ্জনা বিশ্বাস
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি
নেত্রকোণায় কাদায় আটকে বন্য হাতির মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দার সীমান্ত এলাকায় কাদায় আটকে একটি বন্য হাতির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনাও সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকালে কলমাকান্দা উপজেলা বন বিভাগের ফরেস্ট কর্মকর্তা মঞ্জুরুল হক পাঠান কলমাকান্দা থানায় জিডি করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান।
এ সময় মৃত হাতির নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কনিকা সরকার বলেন, ‘হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: নেত্রকোনায় হাতির আক্রমণে একজনের মৃত্যু
মৃত হাতিটিকে মাটিচাপা দিতে ভেকু আনা হচ্ছে এবং বিকালের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে বলে দুর্গাপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান।
শুক্রবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বেতগড়া গ্রামের ফসলি ক্ষেতের কাদা মাটিতে একটি হাতিকে মৃত অবস্থায় দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা , মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা হাতির দলের মধ্যে একটি হাতি কাদায় আটকে মারা গেছে।
আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরে লোকালয়ে ফের বন্যহাতির তাণ্ডব
নেত্রকোণায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলায় রাস্তার পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খলিশাউর ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলাবাগানে নারীর লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: নড়াইলে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেই, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে মেরে এখানে ফেলে রাখে গেছে।
তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া লাশের পেটে আঘাতের চিহ্নও রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
বান্দরবানে আটকে থাকা লিফট থেকে কিশোরীর লাশ উদ্ধার