পহেলা ফাল্গুন সাধারণত ১৩ ফেব্রুয়ারি হয়ে থাকে। তবে বাংলা একডেমী বাংলা ক্যালেন্ডার সংশোধন করায় এবছর ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একই দিনে পড়েছে।
ফাল্গুন হলো বাংলা ক্যালেন্ডারের একাদশ মাস এবং মৌসুমের প্রথম মাস বসন্ত যা প্রকৃতিতে নিয়ে আসে রৌদ্রউজ্জ্বলতা, নতুন ফুলের সমারোহ আর পাখির কলকাকলি।
বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষ প্রিয়জনদের সাথে ভালোবাসা দিবসও উদযাপন করে।
তবে একই দিনে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উদযাপিত হওয়ায় বাংলা একাডেমীর পদক্ষেপে অখুশী ফুল ব্যবসায়ীরা।
গান, কবিতা আর নৃত্যে বসন্তকে স্বাগত জানিয়ে লাল ও হলুদ রঙের পোশাকে শত শত তরুণ-তরুণী জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।
এছাড়া তরুণরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, সমাজবিজ্ঞান অনুষদ ও মল চত্বরসহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে ফুল ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছে।
বসন্তকে স্বাগত জানাতে রাজধানীতে বিভিন্ন আয়োজন রয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব উদযাপন করবে।
ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বড় বড় শহরগুলোর বিভিন্ন রেস্তোরাঁ বিশেষ অফারের ব্যবস্থা করেছে। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে বেশি ব্যবসা করে নেয়ার চেষ্টা করছে বিভিন্ন উপহার সামগ্রীর দোকানগুলোও।
শপিংমল ও অনলাইন উভয় জায়গাতেই প্রিয়জনের জন্য বিভিন্ন উপহার সামগ্রীর অফার দেয়া হচ্ছে। আর ফুল ব্যবসায়ীরা ব্যস্ত লাল গোলাপ বিক্রি করতে।
ভালোবাসা দিবস, যাকে সেন্ট ভ্যালেন্টাইনস ডে বা সেন্ট ভ্যালেন্টাইনের একটি উৎসবও বলা হয়ে থাকে। এটি একটি প্রাচীন রোমান ঐতিহ্য যা ইউরোপীয় দেশগুলোতে যুগে যুগে উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশেও দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।