নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শেরকোল ও তাজপুর ইউনিয়নের সংযোগ সড়কের টেমুক নওগাঁ ও রিফুজিপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এর ফলে তীব্র বেগে পানি ঢুকে পড়েছে বাড়ি ঘর ও ফসলি জমিতে।
বাঁধ কাম সড়কটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ইউনিয়নের মধ্যে আন্তঃযোগাযোগ। হুমকির মুখে রয়েছে বাঁধ সংলগ্ন বাড়ি ঘরগুলো।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী হাসান আলী জানান, স্থানীয় এলজিইডি কর্মীরা বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, বুধবার আত্রাই নদীর পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা শমিম আল মামুন।