মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দরে একটানা ছয় দিন বন্ধ থাকবে।
এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
আরও পড়ুন: ডলারের ঊর্ধ্বগতিতে শেওলা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে মন্দাভাব
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ২৯ জুন পবিত্র ঈদুল আযহা। ঈদ পালনে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৬ দিন দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।
এরপর ৩ জুলাই থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু করা হবে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম জানান, হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারিদের ইমিগ্রেশন দিয়ে পারাপার স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের মধ্যে সংঘর্ষ, আধাবেলা পর আমদানি-রপ্তানি শুরু